ইসলামি উপায়ে জীবন পরিবর্তনের সঠিক পথ ;
ইসলামি উপায়ে জীবন পরিবর্তন;
ভূমিকাঃ
কেন প্রয়োজন ইসলামি উপায় এ জীবন পরিবর্তন ?
বর্তমান যুগে আমরা অনেক সমস্যার সম্মুখীন । এ সব সমস্যা গুলো;
-
মানসিক অশান্তি
-
দাম্পত্য কলহ
-
আত্মবিশ্বাসের অভাব
-
মাদক ও গুনাহর দিকে ঝুঁকে পড়া
-
আল্লাহর থেকে দূরে সরে যাওয়া
ইসলামি উপায়ে জীবন পরিবর্তনের ১০টি বাস্তব ধাপ;
১,নিয়ত শুদ্ধ করা
আল্লাহ রাসূ্ল বলেন;
"যেকোনো কাজ নিয়তের উপর নির্ভরশীল "। (সহীহ বুখারী)
এখন আপনার যা করনীয়;
- অন্তর থেকে তওবা করে আল্লাহ পথে ফিরে আসা
২. নামাজে প্রতিষ্ঠিত হওয়া
“নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে।” (সূরা আনকাবুত: ৪৫)
আপনার যা করণীয়;
- জামাতের সাথে ৫ ওয়াক্ত নামাজ সঠিক ভাবে কায়েম করা ।
৩. কুরআনের সাথে সম্পর্ক গড়া
মানব জীবন পরিবর্তনের সব থেকে বড় মাধ্যম হলো কুরআন ।কিভাবে জীবন পরিবর্তন করতে হবে সব কিছু ব্যাখ্যা করা আছে এখানে। ইসলামি ভাবে জীবন পরিবর্তনের একমাত্র মাধ্যম হলো কুরআন।
“এই কিতাব (কুরআন) এমন, যা সৎপথে পরিচালিত করে এবং মুত্তাকীদের জন্য সুসংবাদ দেয়।” (সূরা বাকারাহ: ২)
আপনার যা করণীয়;
- নিয়মিত ভাবে কুরআন পাঠ করা ।
- বাংলা অনুবাদসহ পাঠ করে অর্থ বুঝা ।
- সে অনুসারে আমল করা ।
৪. তওবা ও ইস্তেগফার করা
আল্লাহ বলেন:
“তোমরা সবাই আল্লাহর নিকট তওবা করো, যাতে তোমরা সফল হও।” (সূরা নূর: ৩১)
আপনার যা করনীয়;
প্রতিদিন ১০০ বার “আস্তাগফিরুল্লাহ” বলা
-
গুনাহ ত্যাগ করে সৎপথে ফিরে আসা
৫. হালাল রিযিক গ্রহণ করা
হারাম ইনকাম জীবনের বারাকাহ নষ্ট করে। যার ফলে মনে অশান্তি লেগে থাকে এবং আল্লাহর কাছ থেকে দূরে সরে যাই
“আল্লাহ শুধু হালাল ও পবিত্র জিনিসই গ্রহণ করেন।” (সহীহ মুসলিম)
৬. পর্দা ও সামাজিক শিষ্টাচার
- পর্দা ও আচরণের নিয়ম পালন করা।
৭. পরিবার ও সমাজে ইসলামি মূল্যবোধ ছড়িয়ে দেওয়া
- পরিবারের মাঝে বেশি সময় কাটান
- সবার সাথে মন খুলে নিজের সব কথা বলা।
আপনার মতামত লিখে জানিয়ে দিন
comment url